
এসি চালানোর সময় যেসব ভুল একেবারেই করবেন না
গরম প্রায় চলেই এসেছে। এখনই অনেকে এসি ব্যবহার শুরু করেছেন। অনেকে আবার এই বছর পুরোনো এসি বাদ দিয়ে নতুন এসি কেনার পরিকল্পনা করছেন। ঘরে পুরোনো এসি থাকলে সাবধান হোন। দীর্ঘদিন পর এসি চালালে কয়েকটি কাজ একেবারেই করা যাবে না।
আসুন জেনে নেই সেগুলো কী-
ফিল্টার পরিষ্কার না করা: এতে এসির এয়ারফ্লো কমে যাবে, ঠাণ্ডা কম হবে, বিদ্যুৎ খরচ বাড়বে।
হঠাৎ চালু করে লো টেম্পারেচারে সেট করা: এতে কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে এবং দ্রুত নষ্ট হতে পারে।
ওয়্যারিং ও গ্যাস লিকেজ চেক না করা: ফলে এসি নষ্ট হতে পারে বা বিদ্যুৎ বিপদ ঘটতে পারে।
দীর্ঘ সময় এসি বন্ধ রাখার পর সরাসরি হাই পাওয়ারে চালানো: এতে এসির মোটর ও কম্প্রেসরের ক্ষতি হতে পারে।
এসি চালুর আগে করণীয়:
১. বাইরের ইউনিট পরিষ্কার করুন
বাইরের ইউনিটে ধুলা, ময়লা, পাতা বা অন্য কোনো আবর্জনা জমেছে কি না তা দেখে পরিষ্কার করুন। ফ্যান ব্লেডে কোনো ময়লা থাকলে তা মৃদু ব্রাশ বা ভেজা কাপড় দিয়ে মুছে নিন।
২. ফিল্টার পরিষ্কার করুন
দীর্ঘদিন বন্ধ থাকলে ফিল্টারে প্রচুর ধুলা জমে যেতে পারে, যা বাতাস চলাচল বাধাগ্রস্ত করতে পারে। ফিল্টার খুলে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন, অথবা প্রয়োজনে নতুন ফিল্টার লাগান।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভুল কাজ
- এয়ার কন্ডিশনার