যে কারণে ১০ বছর দাওয়াত পাননি শাহনাজ খুশি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১২:১৬

দর্শকপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লেখালেখিতেও বেশ দক্ষ। তিনি তার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। সেই সঙ্গে হৃদয়ের গভীরতম অনুভূতি ও ফেলে আসা জীবনের গল্পগুলোও তুলে আনেন সুনিপুণ লেখনিতে। কিছু কিছু লেখা তার অনুরাগীদের সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।


একটা সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শাহনাজ খুশিকে দাওয়াত করা হতো না। সে কথা এবার তিনি তুলে ধরলেন ফেসবুকের পাতায়। এ প্রসঙ্গে এ অভিনেত্রী লেখেন, ‘আমার তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়ে, প্রায় ১০ বছর পর্যন্ত, আমাকে পার্টিতে ইনভাইট (অনুষ্ঠানে দাওয়াত) করলে ২ বাচ্চা সাথে করে যাব জন্য বেশির ভাগ বান্ধব ও কলিগ সার্কেল দাওয়াতে আমাকে অ্যাভোয়েড (এড়িয়ে) করে গেছে। পরে তাদের বিস্তর ফটো দেখে জেনেছি তাদের আনন্দের কথা।’


শাহনাজ খুশি আরও লেখেন, ‘পাঁচ তারকা হোটেল লবির দাওয়াতের প্রশ্নই আসে না, কারণ সেখানে মাথাপিছু চড়া মূল্য! আমি কিন্তু এতে রাগ বা দুঃখিত হইনি, বরং হেসেছি। পরের ১০ বছর বাচ্চাদের স্কুল, কোচিং ও কলেজের এ পরীক্ষা, সে পরীক্ষার জন্য কেউ ডাকলেও যেতে পারিনি! তখন ওদের বেসিক এডুকেশন গড়ে দেওয়ার সময়। ইচ্ছে করলেও কঠিনভাবে সে ইচ্ছে দমন করেছি।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও