আজ ১৮ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১১:৪৩

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৮ মার্চ, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।


মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কাজের ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ঋণমুক্তির সুযোগ আসতে পারে। কারো সাহচর্যে আনন্দ পাবেন। সমস্যা সমাধানে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগান। কাজ ফেলে রাখবেন না।


বৃষ (২১ এপ্রিল-২০ মে): কোনো শুভ কাজে অংশ নিতে পারেন। সম্মিলিতভাবে কোনো কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক লেনদেনে ও কেনাবেচায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। অফিশিয়াল চাপ বাড়ির বাইরে রাখুন।


মিথুন (২১ মে-২০ জুন): কর্মপ্রার্থীরা কাজের সুযোগ পেতে পারেন। তবে কোনো কারণে মানসিক চাপ থাকতে পারে। নিজের বুদ্ধি ও পরিশ্রম দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়েট নিয়ন্ত্রণের জন্য প্রধান বিকল্পগুলো সন্ধান করুন।


কর্কট (২১ জুন-২০ জুলাই): আজ মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। কাজকর্মে ভালো ফল আশা করা যায়। অপ্রত্যাশিত কিছু পাওয়ার সম্ভাবনা। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে পারবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।


সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): গৃহকর্মে ব্যস্ত থাকতে পারেন। পারিবারিক দিক থেকে শান্তি অনুভব করলেও সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা হতে পারে। ব্যবসা আশানুরূপ হবে না। শরীর ভালো থাকবে, তবে যত্নের প্রয়োজন। মন ভালো রাখুন।


কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। কোনো যোগাযোগে আর্থিক সুবিধা পেতে পারেন। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। বিরূপ পরিস্থিতিকেও নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন। পরিবারের সদস্যদের সময় দিন।



তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ নিতে পারেন। নিজের বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে কাজ করুন। বিতর্ক এড়িয়ে চলুন।


বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): ভালো কোনো কাজের সুযোগ আসবে। সার্বিকভাবে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। নিজ দক্ষতায় সবকিছু নিয়ন্ত্রণে রাখুন। অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করুন।


ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মপদ্ধতি পরিবর্তনের মাধ্যমে সফলকাম হওয়ার চেষ্টা করুন।


মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): প্রত্যাশিত কোনো কাজে অগ্রগতি হতে পারে। ব্যবসায় আশানুরূপ আয়ের সম্ভাবনা আছে। বন্ধুর সহযোগিতায় কাজে সফলতা পেতে পারেন। বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন। আপনার শক্তি ও উদ্যম আপনার অনুকূলে ফল দেবে।


কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। ব্যবসায়ীদের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ আসতে পারে। আপনার দৃঢ়তা ও বিশ্বস্ততা অন্যের দৃষ্টি আকর্ষণ করবে। ইতিবাচক মনোভাব নিয়ে কাজে লেগে থাকুন।


মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ইচ্ছানুসারে কাজ করার স্বাধীনতা পাবেন। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। পুরনো সমস্যা কাটিয়ে সাফল্যের পথে অগ্রসর হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও