You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক অস্থিরতায় বিদেশি অতিথি কম, বিলাসবহুল হোটেল ব্যবসায় ভাটা

দেশে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিদেশি অতিথির সংখ্যা কমেছে। বিলাসবহুল হোটেল ব্যবসায় দেখা দিয়েছে ভাটা। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এমনটাই বলেছেন এই শিল্প-সংশ্লিষ্ট এক শীর্ষ নির্বাহী।

দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হানসার মালিক ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টর্সের প্রধান নির্বাহী শাখাওয়াত হোসেন জানান, বিদেশি পর্যটক কমে যাওয়ায় অভিজাত হোটেলগুলোর ব্যবসা চাপে আছে।

বিদেশি ব্যবসায়ী ও পর্যটকদের ওপর এসব হোটেলের ব্যবসা ব্যাপকভাবে নির্ভরশীল।

গত ২৭ ফেব্রুয়ারি শাখাওয়াত হোসেন বলেন, 'বর্তমানে এমন অনিশ্চিত পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি যেখানে কোনো কিছুই স্পষ্ট নয়।'

তিনি জানান, জাপান ও কোরিয়ার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও মার্কিন ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ বহাল আছে। 

আর্থিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, '২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাদের প্রতিষ্ঠান ২০ কোটি টাকা আয় করলেও চলতি বছরের একই মাসে আয় নেমে এসেছে ১৭ কোটি টাকায়।'

অতিথির সংখ্যা শতভাগ হলেও অতিথিরা কম খরচ করছেন। তার ভাষ্য, 'আয় কমলেও খরচ একই আছে।'

আগে বিদেশি অতিথিদের বেশিরভাগই ছিলেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অথবা প্রধান নির্বাহী।

এখন মূলত মাঝারি পর্যায়ের কর্মকর্তা, স্টার্টআপ কর্মকর্তা বা এনজিও প্রতিনিধিরা এসব হোটেলে থাকছেন। ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরাও অনেকে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন