
ইউনাইটেডের পেটে কর ফাঁকির ১২৬০ কোটি
ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সুবিধাভোগী ইউনাইটেড গ্রুপ বিদ্যুত্ খাতের সব সুবিধা নিয়েও থেমে থাকেনি। বরং একের পর এক সরকারি সুবিধা পাওয়ার পরও বেসরকারি এই শিল্প গ্রুপটি ‘গাছেরটাও খেয়েছে, তলারটাও খেয়েছে’—এমন উদাহরণই তৈরি করেছে। গ্রুপটির ‘খাই খাই’ স্বভাবের নজিরবিহীন কেলেঙ্কারি ধরা পড়েছে এর কয়েকটি বিদ্যুত্ কম্পানির লভ্যাংশের প্রযোজ্য কর না দেওয়ার কারণে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের কর গোয়েন্দা বিভাগের অনুসন্ধানে ধরা পড়েছে গ্রুপটি এই জালিয়াতিতে সরকারের প্রাপ্য এক হাজার ২৬০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে।
শুধু তা-ই নয়, গ্রুপের চার পরিচালকও সরাসরি ৪০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বলে কর গোয়েন্দার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আর এসব কর ফাঁকির কাজে দুজন কর কমিশনারের নামও এসেছে সহায়তাকারী হিসেবে। এনবিআরের তৈরি একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গ্রুপটির বড় অঙ্কের কর ফাঁকির বিষয়টি জানতে ইউনাইটেড গ্রুপের পরিচালক কুতুবুদ্দিন আকতার রশিদের সঙ্গে যোগাযোগ করা হয়।
তবে তিনি এটিকে কর ফাঁকি বলতে অস্বীকৃতি জানিয়ে কালের কণ্ঠকে বলেন, ‘আপনারা বিষয়টি যেভাবে দেখছেন, আসলে তা সঠিক নয়। বিদ্যুতের আয়ে সব ধরনের আয় করমুক্ত। আয়কর বিভাগ এখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এমনটা করছে।’