দুই আন্দোলনে বিভাজন কেন, প্রশ্ন রিজভীর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১৭:০১

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই-অগাস্টের আন্দোলনের মধ্যে ‘বিভাজনরেখা তৈরি করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি বলেন, “জুলাই-অগাস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটা তো বিএনপির নেতৃত্বে ১৫ বছরের যে আন্দোলন করেছেন, তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ১৫ বছরের মধ্যে ইলিয়াস নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই, … অদৃশ্য করা হয়েছে।


“কারণ এরা সোচ্চার ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মুক্তির জন্য। এই কারণে ওরা জীবন দিয়েছে, যার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখলাম শিশু-তরুণ-কিশোররা জুলাই-অগাস্টে জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে।”



রিজভী বলেন, “আমি উপদেষ্টা সাহেবদের বলব, আপনারা এই ১৫ বছর ১৬ বছরের আন্দোলন আর জুলাই-অগাস্ট আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? এটা তো সব রক্তস্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে।


“আপনাদেরকে (উপদেষ্টা) বলব, আপনারা যে কয়দিন আছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা, এদিকে আপনারা নজর দিন। পাইজাম আর স্বর্ণা চাল, একেবারে মোটা চাল, সেটার দাম ৫৬/৫৭ টাকা, বিআর-২৮ সেটার দাম ৬২/৬৫ টাকা। এগুলোর দিকে নজর দিন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও