ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে ফেরা হামজা চৌধুরীকে নিয়ে তখন সিলেট ওসমানী বিমানবন্দরে ভক্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন বাফুফে কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
তার মধ্যেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হলেন। কিন্তু বিমানবন্দরের ভিআইপি গেইটে তখন শত শত ক্যামেরা, মোবাইল ফোন আর মানুষের ভিড়। অনবরত ‘হামজা-হামজা’ স্লোগান। সবাই যেন হামজার মুখ থেকে কিছু শুনতে চাইছেন।
তবে ফুটবলার হামজা শোনাবেন কিভাবে? চারপাশের ঢাক-ঢোলের শব্দ আর ‘হামজা-হামজা’ স্লোগানে কান ঝালাপালা হওয়ার অবস্থা।
তখন কে কী বলছে সেটা বোঝাও মুশকিল। সবাইকে শান্ত করার চেষ্টা চালালেন হামজার আশপাশে থাকা কয়েকজন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ওই কোলাহলের মধ্যেই প্রশ্ন নিলেন হামজা, যার কিছুই ভালোভাবে বুঝা যাচ্ছিল না। তবে ভক্তদের দেখে হামজার মুখে হাসি লেগেই ছিল।
২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে কেন্দ্র তার বাংলাদেশে আসা। হবিগঞ্জে তার পৈত্রিক ভিটা। সেখানেই স্ত্রী-সন্তানদের নিয়ে থাকবেন তিনি।