
মহাকাশ স্টেশন থেকে কখন ফিরছেন সুনিতা-বুচ, জানাল নাসা
যুগান্তর
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১২:৩৬
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা দুজন মার্কিন মহাকাশচারী আগামী মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এ তথ্য জানিয়েছে।
সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) ভোরে আইএসএসে পৌঁছানো স্পেসএক্স ক্রু ড্রাগন জাহাজে করে বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসকে আরেকজন আমেরিকান মহাকাশচারী এবং একজন রুশ মহাকাশচারীর সঙ্গে দেশে নিয়ে যাওয়া হবে।