জনপ্রিয় ভিডিও গেম ফোর্টনাইট শিগগিরই খেলা যাবে আর্ম-ভিত্তিক প্রসেসরযুক্ত (যেমন কোয়ালকমের স্ন্যাপড্রাগন) উইন্ডোজ কম্পিউটারেও। গেমটির ডেভেলপার এপিক গেমস সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে, কোম্পানিটি চিপ প্রস্তুতকারক কোয়ালকমের সঙ্গে একসঙ্গে কাজ করছে, যেন ফোর্টনাইট এসব ডিভাইসে সুষ্ঠুভাবে চলতে পারে। এ উদ্যোগের অংশ হিসেবে ফোর্টনাইট নিরাপত্তা সফটওয়্যার ‘ইজি অ্যান্টি চিট’কে স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত উইন্ডোজের জন্য প্রস্তুত করছে। সফটওয়্যারটি গেমে প্রতারণা বা চিটিং ঠেকাতে ব্যবহার হয়। খবর এনগ্যাজেট
You have reached your daily news limit
Please log in to continue
আর্ম-ভিত্তিক উইন্ডোজ ডিভাইসে খেলা যাবে ফোর্টনাইট
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন