শিশুরা সাধারণত নিজের ক্ষেত্রে এ রোগ ধরতে পারে না। শিশুদের ক্ষেত্রে এ রোগ প্রথম পর্যবেক্ষণ করেন তার পিতা-মাতা। পরিবারের কারো চোখে পড়ে যে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। দিন দিন এ বাঁকাটা আরো বাড়ছে।
মেরুদণ্ডের বাঁকা রোগ অনেক সময় নবজাতকের ক্ষেত্রেও হয়। এটি খুব জটিল ধরনের হয়। দেখলেই বোঝা যায়। কিছু বাহ্যিক লক্ষণ থাকে। এক পাশের কাঁধটা উঁচু হয়ে থাকে, এক পাশে নিচে থাকে। পিঠের একটি অংশ উঁচু হয়ে থাকে। আর যারা একটু দাঁড়াতে পারে তাদের ক্ষেত্রে দাঁড়ানোর সময় দেখা যায়, একটু কাত হয়ে আছে। এটি দেখলেই মোটামুটি বোঝা যায়।