
স্কোলিওসিস : মেরুদণ্ডের রোগ স্কোলিওসিস চিকিৎসা কী?
মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা শরীরের সার্বিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আমাদের হাঁটা, বসা কিংবা দাঁড়ানোর ভঙ্গি সঠিকভাবে বজায় থাকে, যদি মেরুদণ্ডের গঠন ও আকৃতি স্বাভাবিক থাকে। কিন্তু নানা কারণে মেরুদণ্ডে স্কোলিওসিস নামক রোগ হতে পারে। এ রোগে মেরুদণ্ড এস (S) বা সি (C) আকৃতির মতো বাঁকা হয়ে যায়। ফলে শরীরের স্বাভাবিক কাঠামো অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায় এবং দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা দেখা দেয়। তবে সঠিক সময়ে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে স্কোলিওসিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কেন হয়?
বেশির ভাগ ক্ষেত্রেই স্কোলিওসিসের কারণ বংশগত। বাবা-মা এ রোগে ভুগে থাকলে কিংবা স্কোলিওসিস রোগের পারিবারিক ইতিহাস থাকলে এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
অনেক সময় গর্ভে ভ্রূণের বিকাশের সময় মেরুদণ্ড সঠিকভাবে গঠিত না হলে জন্মগতভাবেই শিশু এ রোগে আক্রান্ত হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- মেরুদণ্ড
- স্কোলিওসিস