চট্টগ্রাম ওয়াসায় বিল বকেয়া ১৬০ কোটি টাকা, সিংহভাগই সরকারি

জাগো নিউজ ২৪ চট্টগ্রাম প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১০:০৮

চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা প্রায় ৬০ লাখ। বিশাল এ জনগোষ্ঠীর পানির চাহিদা মেটায় চট্টগ্রাম ওয়াসা। পানি বিক্রিই প্রতিষ্ঠানটির আয়ের একমাত্র উৎস। বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির কাছে ওয়াসার বিল বকেয়া প্রায় ১৬০ কোটি টাকা। কিছু সরকারি প্রতিষ্ঠান বিল পরিশোধ করে না প্রায় ১০ বছর। চিঠি দিয়েও বিল আদায়ে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।


বকেয়ার তালিকায় রয়েছে গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (পিডিবি)। ওয়াসার পর্যালোচনা বলছে, ব্যক্তি গ্রাহকদের কাছ থেকে বিলের ৯৭ শতাংশ আদায় হলেও সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিগত বছরে আদায়ের হার মাত্র ৩৯ শতাংশ। তবে বকেয়া রাখা সরকারি প্রতিষ্ঠানগুলো বলছে, চাহিত পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কারণে ওয়াসার বকেয়া পরিশোধ সম্ভব হয় না।


চট্টগ্রাম ওয়াসার রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ওয়াসার পানির বিল বকেয়া পড়েছে। এর মধ্যে সরকারি আট শীর্ষ প্রতিষ্ঠানের কাছে বকেয়া প্রায় ১৮ কোটি টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও