You have reached your daily news limit

Please log in to continue


অতিরিক্ত খেলাপি ঋণে বিপর্যস্ত ৫ ব্যাংক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের কারণে সৃষ্ট খেলাপি ঋণের আগ্রাসী থাবায় ৫টি বড় ব্যাংক বিপর্যস্ত হয়ে পড়েছে। মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি আটকে রয়েছে ওই ৫ ব্যাংকের কাছে। এতে ওইসব ব্যাংকের মূলধন ও আয় কমে গেছে। প্রভিশন ঘাটতি ও খারাপ সম্পদের পরিমাণ বেড়েছে। এতে ব্যাংকগুলোতে সংকট আরও বাড়বে।

রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদনটি প্রকাশ করেছে। 

প্রতি তিন মাস পর পর এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে খেলাপি ঋণ আরও বেড়েছে। ফলে ব্যাংকগুলোর সার্বিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তবে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকনীতি সহায়তা বাড়িয়ে আর্থিক দুর্বলতা কাটাতে সহায়তা করছে। ইতোমধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন