You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ায় সবশেষ সফর কোহলির কাছে ‘সবচেয়ে হতাশার’

সেঞ্চুরি করে অস্ট্রেলিয়া সফর শুরুর পর নিজেকে যেন হারিয়ে ফেলেছিলেন ভিরাট কোহলি। চল্লিশ রানও করতে পারেননি আর কোনো ইনিংসে। এর চেয়েও বাজে অভিজ্ঞতা তার হয়েছিল এক দশক আগে ইংল্যান্ডে। তবে সবশেষ বিদেশ সফরটিকে সবচেয়ে হতাশার মনে হচ্ছে ভারতীয় ব্যাটিং গ্রেটের কাছে।

২০১৪ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যান কোহলি। দুঃসহ এক অভিজ্ঞতা সেবার সঙ্গী হয় তার। ৫ টেস্টের ১০ ইনিংসে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি। রান করতে পারেন মোটে ১৩৪, ব্যাটিং গড় ছিল ১৩.৪০।

ওই সফরের পর হতাশায় নিমজ্জিত ছিলেন কোহলির। দীর্ঘ দিন তাকে পুড়িয়েছিল সেবারের ইংল্যান্ড সফরের ব্যর্থতা। চার বছর পর দেশটিতে গিয়ে অবশ্য পুরোনো ক্ষতে প্রলেপ দিতে পেরেছিলেন তিনি। পাঁচ টেস্টে ৫৯.৩০ গড়ে রান করেছিলেন ৫৯৩। দুটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ছিল তিনটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন