একজনের সংগ্রহে ‘সর্বকালের সেরা’ চলচ্চিত্রের ৫০০ পোস্টার, উঠছে নিলামে

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ২১:২১

চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্রহটি নিলামে তোলার।


সম্প্রতি লন্ডন, নিউ ইয়র্ক ও শিকাগোতে ক্লিভল্যান্ডের সংগ্রহের ৫০০ পোস্টার ও লবির কার্ড নিয়ে প্রদর্শনী হয়েছে। এর মধ্যে রয়েছে ‘কিং কং’, ‘কাসাব্লাঙ্কা’ ও ‘২০০১: এ স্পেস ওডিসি’-এর মতো সর্বকালের সেরা চলচ্চিত্রগুলোর পোস্টার।


আগামী ২৭ ও ২৮ মার্চ ডালাসের হেরিটেজ শোরুমে এই পোস্টার ও লবি কার্ডগুলো নিলামে তুলবেন বলে জানান ক্লিভল্যান্ড।


৬৫ বছর বয়সী ক্লিভল্যান্ড এএফপিকে বলেন, “আমি প্রতিটি পোস্টারকে ভালোবাসি, কারণ প্রতিটিই আমি নিজে বাছাই করেছি। এগুলো বাণিজ্যিক শিল্পকর্ম। এগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এগুলো আমাদের বলত, ‘এই সিনেমাটি দেখো’। ”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও