
ক্রোম ও অ্যান্ড্রয়েডে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন যেভাবে
আধুনিক যুগে অধিকাংশের কাছে অন্তত ডজনখানেক ডিজিটাল অ্যাকাউন্ট রয়েছে। যেমন—ই-মেইল, সোশ্যাল মিডিয়া, পেমেন্ট সার্ভিস অ্যাকাউন্ট। এসব ডিজিটাল প্ল্যাটফর্মে পাসওয়ার্ডগুলো নিরাপদ এবং সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড দুর্বল হলে বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি হয়ে যেতে পারে।
তাই বিভিন্ন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এমন পাসওয়ার্ড প্রয়োজন, যা অনন্য এবং দীর্ঘ। তবে এতগুলো পাসওয়ার্ড সব সময় মনে থাকেও না। তখন অ্যাকাউন্টে লগইন করতে ঝামেলা পোহাতে হয়। এই সমস্যা সমাধানের জন্য একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন, যা আপনার সমস্ত লগইন তথ্য ও পাসওয়ার্ড মনে রাখবে। এমনকি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতেও সাহায্য করবে। বিভিন্ন কোম্পানির পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে। এর মধ্যে নির্ভরশীল ও নিরাপদ হলো গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এটি বিনা মূল্যে ব্যবহার করা যায় এবং বেশির ভাগ ডিভাইসে কাজ করে।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করবেন যেভাবে
যদি আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজারের নতুন ব্যবহারকারী হন, তবে শুরু করার সবচেয়ে উপযুক্ত জায়গা হলো—ডেস্কটপে গুগল ক্রোম।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ডেস্কটপ থেকে গুগল ক্রোমে প্রবেশ করুন।
২. যেকোনো খোলা ট্যাবে ওপরের ডান দিকে থাকা তিনটি ডট (মেনু) ক্লিক করুন।
৩. মেনু থেকে ‘পাসওয়ার্ডস অ্যান্ড অটোফিল’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন নির্বাচন করুন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পাসওয়ার্ড ম্যানেজার
- গুগল