উত্তর মেসিডনিয়ায় নৈশ ক্লাবে আগুন, নিহত ৫৯

বিডি নিউজ ২৪ মেসিডোনিয়া প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ২১:০০

উত্তর মেসিডনিয়ায় এক নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৫৯ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


রাজধানী থেকে প্রায় ১০০ মাইল পূর্বে কোকানি শহরের পালস নৈশ ক্লাবে রোববার ভোররাতের দিকে আগুন লাগে। ক্লাবে সে সময় জনপ্রিয় হিপহপ ব্যান্ড ডিএনকে-এর কনসার্ট চলছিল। কনসার্ট দেখতে ক্লাবটিতে উপস্থিত ছিল ১৫০০ মানুষ।


সঙ্গীত চলাকালেই আগুনের সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে ক্লাবের ছাদে আগুন ছেয়ে যেতে দেখা গেছে।


কোকানি শহরের হাসপাতাল প্রাথমিকভাবে পুড়ে যাওয়া ৯০ জন সেখানে ভর্তি হওয়ার কথা জানায়। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর বলে এর আগে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।


স্বরাষ্ট্রমন্ত্রী পানস তস্কোভস্কি বলেছেন, প্রাথমিক খবরে পাইরোটেকনিক ডিভাইস থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আগুনের স্ফুলিঙ্গ প্রথমেই সিলিংয়ে ছড়িয়ে পড়ে। কারণ, সিলিংটি উচ্চমাত্রার দাহ্য পদার্থের তৈরি ছিল।


ভিডিও ফুটেজে দেখা গেছে মঞ্চে গান চলার সময় দুবার আগুনের ফুলকি দেখা যায়, তারপরই স্ফুলিঙ্গ সিলিংয়ে গিয়ে লাগে এবং দ্রুতই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও