
আরএডিপিতে বরাদ্দ কমল ১০৪৮ কোটি
চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের বরাদ্দ ১ হাজার ৪৮ কোটি ৯০ লাখ টাকা কমানো হয়েছে। মূল বাজেটে এ প্রকল্পের জন্য ১০ হাজার ৫০২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে ৯ হাজার ৪৫৪ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বরাদ্দ কমানোর মূল কারণ হিসেবে পূর্ববর্তী সরকারের সময় অনুমোদিত এই প্রকল্প ব্যয় পুনর্মূল্যায়নের কথা জানানো হয়।
এ বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, বিগত সরকারের সময় কিছু প্রকল্পে অযৌক্তিক ব্যয় ধরা হয়েছিল। এ কারণে বর্তমান প্রশাসন ব্যয়কাঠামো পুনর্মূল্যায়ন করেছে, যার ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের বরাদ্দেও পরিবর্তন এসেছে। তবে এই বরাদ্দ কমানোর কারণে প্রকল্পের চলমান অগ্রগতিতে কোনো হেরফের হবে না, বরং ব্যয় যৌক্তিকীকরণ করা হয়েছে।
জানা গেছে, রূপপুর প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ২২৫ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২৩ হাজার ১৮৫ কোটি ৬০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ৯১ হাজার ৪০ কোটি টাকা। ২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের রাজস্ব খাতে ব্যয় হয়েছে ১ হাজার ২৪৫ কোটি ৯ লাখ টাকা, আর মূল কাজের জন্য ব্যয় হয়েছে ৭৩ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ টাকা।