
একটি দল আগে স্থানীয় নির্বাচন কেন চায়, জানালেন লুনা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নতুন একটি দল আছে, যারা সব সময় তাদের পরিচয় গোপন করে রাজনীতি করে আসছে। নির্বাচন নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। সেই দল বুঝতে পেরেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তারা সেটি বুঝতে পেরে এখন বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন; কিন্তু এই স্থানীয় নির্বাচনের জন্য বিএনপি ১৬ বছর আন্দোলন করেনি। আমরা আন্দোলন করেছি জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় সরকার এখনও বলবত আছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই দ্রুত উল্লেখযোগ্য সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির দল করে কেউ দখলবাজি বা কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকতে পারবে না। সবাই নিজ নিজ এলাকায় মানুষের কল্যাণে কাজ করে মানুষের সমর্থন আদায় করতে হবে। কেউ দখলবাজি বা কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।
শনিবার বিকালে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।