
ইনটেলের নতুন সিইও’র বেতন ১০ লাখ ডলার
মার্কিন চিপ নির্মাতা ইনটেলের নতুন প্রধান নির্বাহীর পদে যোগ দিতে চলেছেন ট্যান লিপ বু। কোম্পানিটিতে তার বেতন হবে ১০ লাখ ডলার। বার্ষিক ২০ লাখ ডলার পর্যন্ত নগদ বোনাসও পাবেন তিনি।
শুক্রবার কোম্পানিটির এক নথিতে এমন তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বুধবার ট্যানকে প্রধান নির্বাহী বা সিইও পদে নিয়োগ দিয়েছে ইনটেল। সফল এক চিপ নির্মাতা কোম্পানির পাশাপাশি ইনটেলকে চিপ ডিজাইন কারখানায় রূপান্তরের দায়িত্ব তাকে দিয়েছে কোম্পানিটি। আগামী ১৮ মার্চ নতুন পদে যোগ দেবেন তিনি।
যোগদানের ১৮ মাসের মধ্যে কোম্পানিটিতে মালিকানার পরিবর্তন বা কোম্পানির নিয়ন্ত্রক বডিতে বড় পরিবর্তন আনতে পারলে পুরষ্কার হিসেবে ট্যান তার শেয়ারের দুই তৃতীয়াংশ রাখতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ইনটেলের অন্তর্বর্তীকালীন কো সিইও ডেভিড জিনসনার ও মিশেল জনস্টন হোলথাউসের স্থলাভিষিক্ত হয়েছেন চিপ শিল্পের এই অভিজ্ঞ ব্যক্তি ট্যান।