
স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানবেন যেভাবে
ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে নিয়মিত তারহীন ওয়াই-ফাই ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করেন অনেকেই। তবে দীর্ঘদিন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ফলে বা পাসওয়ার্ড জটিল হলে তা মনে রাখা সম্ভব হয় না। ফলে নতুন ফোনে ইন্টারনেট চালু করতে বা কেউ ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জানতে চাইলে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা যেকোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে ভুলে যাওয়া ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জানা যায়। ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার পদ্ধতি দেখে নেওয়া যাক।
স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপ খুলে ওয়াই-ফাই অপশনে যেতে হবে। এরপর যে নেটওয়ার্কে ফোন যুক্ত রয়েছে, সেটির পাশে থাকা গিয়ার আইকনে ক্লিক দিতে হবে। এবার পাসওয়ার্ড ফিল্ডের পাশে থাকা ‘আই’ আইকনে ক্লিক করলেই স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পাসওয়ার্ড
- ওয়াইফাই ইন্টারনেট