ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে যাচ্ছেন

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১৯:০৯

ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে গতকাল শনিবার থেকে ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদমাধ্যমের তহবিল বাতিল করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মাতৃপ্রতিষ্ঠান এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে ছিঁড়েখুঁড়ে ফেলার নির্দেশনা দেওয়ার একদিন পর এমন সিদ্ধান্ত হলো।


ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচস বলেন, তাঁর প্রতিষ্ঠানের মোট কর্মীর প্রায় সবাইকে ১ হাজার ৩০০ জনের মতো সাংবাদিক, প্রযোজক ও সহযোগীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এর মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই সম্প্রচার মাধ্যমকে প্রায় পঙ্গু করে দেওয়া হচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, ‘৮৩ বছরের মধ্যে প্রথমবার বর্ণাঢ্য ঐতিহ্যমণ্ডিত ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি গভীরভাবে ব্যথিত। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে ভয়ের অব আমেরিকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও