You have reached your daily news limit

Please log in to continue


বাবার শারীরিক অবস্থার কেমন, জানালেন এ আর রহমানের ছেলে

আজ (১৬ মার্চ) ভোরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সংগীতজ্ঞ এ আর রহমান। দ্রুত তাকে তাকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তবে কিছু রুটিন চেক আপ করেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রহমানকে।

এ আর রহমানের চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার (১৫ মার্চ) রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক সমস্যার কথা বলছিলেন রহমান। আজ সকালে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে, রোজা রাখার কারণে অসুস্থতা আরও বেড়ে যায়। অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন জানান, তার বাবা এখনো দুর্বল। তবে ভয়ের কোনো কারণ নেই।

আমিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে লেখেন, ‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্কটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে পানিশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন