You have reached your daily news limit

Please log in to continue


ফুটপাতের ঈদ বাজার: ‘চানরাইত পর্যন্ত দেহন লাগব’

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ের পাশে শিশুদের কাপড়চোপড়ের পসরা সাজিয়ে বসেছেন ইমরান হোসেন, রোজার অর্ধেকেও তার বিক্রি ঠিক জমে ওঠেনি।

সারা দিনে অল্প কিছু ক্রেতা পাচ্ছেন ফুটপাতের এই ব্যবসায়ী, অপেক্ষায় আছেন ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে ঢাকা ছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য।

শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমরান বলেন, “চানরাইত পর্যন্ত দেহন লাগব। এই দিক দিয়া সদরঘাট হইয়া মানুষ ঢাকা ছাড়ব আর কিনতে আসব, হেই আশায় আছি। বেচা-বিক্রি শেষ কইরা আমরাও বাড়িত যামু।”

ইমরানের দোকান থেকেই এদিন ছেলেমেয়ের জন্য ঈদের জামা-প্যান্ট কেনেন মুন্সীগঞ্জের গজারিয়ার আউয়াল মিয়া; ঢাকায় অন্য একটি কাজে এসে ফেরার পথে ছেলেমেয়ের জন্য ঈদের কেনাকাটা সারেন তিনি।

আউয়াল বললেন, “এখানে কম দামে পাওয়া যায়। আমার মত গরিবেরা তো বড় মার্কেটে যাইতে পারে না। এহানেই ভরসা।”

প্রতি বছর রোজার প্রথম সপ্তাহ থেকেই স্বল্প পরিসরে ঈদের কেনাকাটা শুরু হয় অভিজাত বিপণিবিতান বা শপিং মলগুলোতে। সেইসঙ্গে রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকান কিংবা টং দোকানগুলোতেও লাগে ঈদবাজারের আমেজ, যেখানে ভিড় করেন স্বল্প আয়ের মানুষেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন