
চট্টগ্রাম-২ আসনে আলোচনায় বিএনপির কাদের জামায়াতের নুরুল
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক কখন হবে তার সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকলেও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সংসদ-সদস্য পদে বিভিন্ন দলের আগ্রহী প্রার্থীরা মাঠে কাজ করছেন। এ আসনে সর্বশেষ সংসদ-সদস্য ছিলেন সাবেক এমপি প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। বিগত আওয়ামী লীগ সরকার আমলে কখনো বিনা ভোটে, কখনো ‘রাতের ভোটে’ জোটের প্রার্থী হিসাবে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী এ আসন থেকে দুই মেয়াদে এমপি নির্বাচিত হন। বিএনপির মনোনয়নেও একবার নির্বাচনি বৈতরণী পার হন বিতর্কিত নজিবুল বশর মাইজভান্ডারী।
তবে বিগত তিন মেয়াদে সারা দেশের মতো এখানকার ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগামীতে ভোট হবে এবং এই ভোটে যোগ্য প্রার্থী তারা বেছে নিতে পারবেন-এমন প্রত্যাশায় বুক বেঁধে আছেন তারা।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ফটিকছড়ি সর্ববৃহৎ। দুটি উপজেলা ফটিকছড়ি ও ভূজপুর নিয়ে এই সংসদীয় আসন গঠিত।
এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত এই আসনে বেশির ভাগ সময়ই আওয়ামী লীগ দলীয় সংসদ-সদস্য ছিলেন। বিগত তিন মেয়াদে জোটের কথিত প্রার্থী হিসাবে বিতর্কিত নির্বাচনের এমপি ছিলেন তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি নিজেও এখানে পেশিশক্তি প্রয়োগ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ আছে।
পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর নতুন বাংলাদেশের নতুন নির্বাচনে পতিত আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবেন বলে মনে করেন না সাধারণ মানুষ ও রাজনীতি সংশ্লিষ্টরা।