
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের জবানবন্দি
মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
আসামি হিটু শেখ শনিবার সন্ধ্যায় মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সব্যসাচী রায়ের খাস কামরায় ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন বলে আইনজীবী শাহেদ হাসান টগর জানান।
বাদী পক্ষের এই প্যানেল আইনজীবী বলেন, আসামি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দির বিস্তারিত পরে বলা হবে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এই মামলার অন্য তিন আসামিও রিমান্ডে রয়েছেন।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার। সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ।
এ ঘটনায় শিশুটির মা গত ৮ মার্চ মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন।