
৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে কোম্পানি
প্রথম আলো
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১৭:২১
আগামীকাল রোববার কোম্পানি পর্যায়ের করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ দিন হওয়ার কথা। ইতিমধ্যে তা আরও দেড় মাস সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন দিতে পারবে কোম্পানি।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত আদেশ জারি করেছে।
সাধারণত ১ জুলাই থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারে কোম্পানি করদাতারা। কিন্তু এবার দুই দফা সময় বাড়ানো হলো। বর্তমানে প্রতি বছর গড়ে ৫০ হাজারের মতো কোম্পানি রিটার্ন দেয়। সারা বছরের আয়-ব্যয়ের খবর জানিয়ে এসব কোম্পানি করপোরেট কর দেয়।