
‘ভারতীয় সিনেমা, আমি আসছি’
এতদিন শুধু ছোটদৈর্ঘ্যের বিভিন্ন ভিডিওতে ভারতীয় সিনেমার ডায়ালগের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। কখনো কখনো অভিনেতার অঙ্গভঙ্গি নকল করেছেন। এবার সরাসরি ভারতীয় সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। চলতি মাসের শুরুতে ‘রবিনহুড’ সিনেমায় ওয়ার্নারের অভিনয়ের কথা জানান ভারতের প্রযোজক রবি শংকর। এবার ওয়ার্নার নিজেই জানালেন, ভারতীয় সিনেমায় তিনি অভিনয় করেছেন।
শনিবার (১৫ মার্চ) ওয়ার্নারের ছবি সংবলিত ‘রবিনহুড’ সিনেমার পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। যেখানে নায়কের মতোই হাজির হয়েছেন ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’
পোস্টারটি এক্সে শেয়ার দিয়ে ওয়ার্নার লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’
ছবির মুক্তির তারিখও জানিয়েছেন ওয়ার্নার। ২৮ মার্চ মুক্তি পাবে ছবিটি। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু হিরো নিতিন। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার।
- ট্যাগ:
- বিনোদন
- ভারতীয় সিনেমা