
ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার ধানমন্ডি সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে মা-বাবার কবরের পাশে চিরশায়িত করা হয়।
তবে দুইবারের উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা এই বরেণ্য শিক্ষকের জানাজা ক্যাম্পাসে না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে, জানাজা কোথায় হবে সে সিদ্ধান্ত পারিবারিকভাবে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে প্রশাসনের একাধিকবার যোগাযোগ হয়েছে। পরিবার ক্যাম্পাসের বাইরে জানাজার নামাজ আয়োজন করার পক্ষে ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারের এ সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছে। তবে প্রশাসন একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক গতকাল বৃহস্পতিবার রাতে আজকের পত্রিকাকে জানান, বাদ জুমা রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ক্যাম্পাসে ঢাবির সাবেক এ উপাচার্যের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হতে পারে।