দাদার নেওয়া লাইব্রেরির বই ৯৯ বছর পর ফেরত দিলেন নিউ জার্সির এক নারী

যুগান্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ২১:৩৩

মেরি কুপার তার বাসায় মায়ের রেখে যাওয়া মালপত্র ঘাঁটতে গিয়ে লাইব্রেরি থেকে আনা বিরল একটি বই পান। জানা যায়, বইটি ফেরত দেওয়ার সময়সীমা পার হয়েছে ৯৯ বছর আগে।  


৮১ বছর বয়সি কুপার জানান, তিনি বইগুলোর মধ্যে একটি খেলনা তৈরির বই পান। তার ছেলে বিভিন্ন জিনিস বানাতে ভালোবাসে। তাই তিনি ভাবলেন, তার ছেলের হয়তো এটি ভালো লাগতে পারে।


তার ছেলের পাশাপাশি এ ধরনের কারিগরি কাজের প্রতি আগ্রহ ছিল তার দাদা চার্লস টিলটনেরও। তিনি ছিলেন একজন নৌকা নির্মাতা ও কাঠমিস্ত্রি। তিনিই একসময় বইটি লাইব্রেরি থেকে নিয়েছিলেন।  


কুপার বইটি খুলে দেখার পর বুঝতে পারলেন এটি ১৯২৬ সালের মার্চ মাসে ওশান কাউন্টি লাইব্রেরি থেকে নেওয়া হয়েছিল। অথচ সেই বছরই তার দাদার মৃত্যু হয়। 


১৯১১ সালে প্রকাশিত ‘হোম-মেড টয়স ফর গার্লস অ্যান্ড বয়েজ’ বইটিতে কাঠ, ধাতু ও ঘরের অন্যান্য জিনিস দিয়ে খেলনা তৈরির নির্দেশনা ছিল।  


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও