দুটি উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জুড়ে দেওয়া রোবট উন্মোচন করেছে গুগলের ডিপমাইন্ড। নির্মাতাদের দাবি, প্রশিক্ষণ ছাড়াই এ এআই মডেল ব্যবহার করে মানুষের যে কোনো কাজ করতে পারবে এসব রোবট।
‘জেমিনাই রোবোটিক্স’ ও ‘জেমিনাই রোবোটিক্স ইআর’ নামের দুটি এআই মডেল ব্যবহার করে রোবট তৈরি করেছে ডিপমাইড, যা এটিকে স্থানগত ও যুক্তির সক্ষমতা দেবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে এটি শারীরিক কার্যকলাপ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এসব রোবটের ভিডিওর এক সিরিজে দেখা গেছে, নতুন প্রযুক্তি দিয়ে তৈরি এসব রোবট বাস্তব দুনিয়ার বিভিন্ন কাজ করছে। যেমন– দুপুরের খাবার প্যাক করা, জুতার ফিতা বাঁধা ও বাসাবাড়ির নানা জিনিসপত্র পরিষ্কার করার মতো কাজ।