You have reached your daily news limit

Please log in to continue


মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

সম্প্রতি মালয়েশিয়ায় তৈরি একটি কফি পণ্য নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। কারণ ওই কফিতে পুরুষের যৌনক্ষমতা বাড়াতে প্রেসক্রিপশন করা হয়, এমন একটি ওষুধ পাওয়া গেছে।

সিঙ্গাপুর ফুড এজেন্সি (এসএফএ) জানিয়েছে, ‘কপি পেনুমবুক’ নামের ওই কফি মিশ্রণটি স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে দেদারসে বিক্রি হচ্ছিল। পরে এটির মধ্যে ‘তাডালাফিল’ নামে একটি শক্তিশালী ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়। এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এসএফএ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিভিন্ন অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে এই পণ্যের তালিকা মুছে ফেলেছি এবং সংশ্লিষ্ট বিক্রেতাদের অবিলম্বে বিক্রি বন্ধ করার জন্য সতর্ক করেছি।’

আজ শুক্রবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, তাডালাফিল ওষুধটি প্রেসক্রিপশন ছাড়া অনিয়ন্ত্রিতভাবে সেবন করলে হৃদ্‌রোগ, স্ট্রোক, মাইগ্রেন এবং পুরুষাঙ্গের দীর্ঘস্থায়ী বেদনাদায়ক উত্থানের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে, যারা হৃদ্‌রোগে ভুগছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ এটি রক্তচাপ হঠাৎ কমিয়ে দিতে পারে, বিশেষ করে নাইট্রেট-ভিত্তিক হৃদ্‌রোগের ওষুধের সঙ্গে গ্রহণ করলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন