নিজের ও সম্পদের সুরক্ষার জন্য অনেকেই লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র কিনে রাখেন। এই অস্ত্রই কখনো কখনো নিজের বিপদ ঢেকে আনে। এমনই এক বিপদে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের টেনেসির মেফিসের এক বাসিন্দা।
গত রোববার ছুটির দিনে ব্যস্ত সময় কাটিয়ে রাতে অঘোরে ঘুমাচ্ছিলেন ওই ব্যক্তি। পাশে ঘুমিয়ে ছিলেন তাঁর নারী সঙ্গী। সোমবার ভোরে প্রচণ্ড গুলির শব্দে ঘুম থেকে হুড়মুড় করে ওঠেন তিনি। সঙ্গীরও ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ঠিক কী ঘটেছে, সেটা বোঝার চেষ্টা করছিলেন তাঁরা। হঠাৎ ওই ব্যক্তি দেখতে পান যে তাঁর বাঁ পায়ের ঊরু বেড়ে গড়িয়ে পড়ছে রক্ত, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গুলি তাঁর ঊরু ছুঁয়ে বেরিয়ে গেছে।