
১৯৯৬ সালের ২০ মে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান প্রচেষ্টা হয়। তদানীন্তন সেনাপ্রধান লে. জেনারেল আবু সালেহ মো. নাসিম, বীর বিক্রম ও তার অনুসারী মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মেজর জেনারেল হেলাল মোরশেদ, ব্রিগেডিয়ার জেনারেল মিরন হামিদুর রহমানসহ একটি গ্রুপ প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকে হটিয়ে দিয়ে ক্ষমতা গ্রহণের উদ্যোগ নেয়।
একই সঙ্গে সে সময়কার ডিজি-ডিজিএফআই মেজর জেনারেল এমএ মতিন বীরপ্রতীক ও সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়াকে সেনাপ্রধান তাদের পদ থেকে সরিয়ে দিয়ে লগ এরিয়ায় অ্যাটাচ করার নির্দেশ প্রদান করেন। ডিজিএফআই ও সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। সে সময় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল বলে প্রেসিডেন্ট ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ও কমান্ডার ইন চিফ।
আইনত তাই ওই দুই কর্মকর্তার অপসারণ ছিল বেআইনি। সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে মে. জে. মতিন, প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি মে. জে. রুহুল আলম চৌধুরীসহ সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি অনুগত একদল সেনা কর্মকর্তা লে. জে. নাসিমের ক্যুদেতা রুখে দেন।
- ট্যাগ:
- মতামত
- সেনা অভ্যুত্থান