
নির্বিঘ্নে কর দিতে চান ব্যবসায়ীরা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে তথ্যপ্রযুক্তি খাতের জন্য ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতি চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠন করহার কমানোসহ নীতিসহায়তা চেয়ে দাবি জানিয়েছে। ব্যবসায়ীদের বক্তব্য, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ হলে তারা নির্দ্বিধায় কর পরিশোধে প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এনবিআর ভবনে আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় এসব দাবি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
বেসিসের কো-চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি খাতের কর অব্যাহতি বর্তমানে ২০২৬ সাল পর্যন্ত কার্যকর রয়েছে। তবে আইসিটি বিভাগের দীর্ঘমেয়াদি রোডম্যাপ অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতি প্রয়োজন। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সুসংহত না হওয়া পর্যন্ত ক্যাশলেস ট্রানজেকশনের শর্ত শিথিল, দেশীয় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট প্রত্যাহার এবং সফটওয়্যার রপ্তানিতে প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেন তিনি।