ভারতের বিপক্ষে ম্যাচের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ২০:০৪

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে দুই সপ্তাহ সময়ও নেই বাংলাদেশের। কতটা প্রস্তুত হয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ? সে প্রশ্ন উঠছে। বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে পড়ার পর বাংলাদেশ ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ড খেলবে। মিশন শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই। গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশের মানুষের বেশি নজর ভারতের বিপক্ষে দুই ম্যাচের দিকে।


বাংলাদেশ শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। চার মাস আগে বাংলাদেশ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল মালদ্বীপের বিপক্ষে। এক বছর খেলার বাইরে থাকা মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে কী করবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল?


বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরুর আগে ফিফা টায়ার-১ এর ম্যাচ খেলছে প্রস্তুতি হিসেবে। বাংলাদেশ এখানে পিছিয়ে। গত বছর ১৬ নভেম্বরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের জন্য কোনো ম্যাচই আয়োজন করতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত ফিফা ফ্রেন্ডলি খেলবে মালদ্বীপের বিপক্ষে। শিলংয়ের যে ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত, সেই মাঠেই তারা ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও