তিন মিনিট পর্যন্ত ভিডিও আপলোডের সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই। এর আগে প্লাটফর্ম ব্যবহারকারীরা এক মিনিট দীর্ঘ ভিডিও আপলোড করতে পারত। সেপ্টেম্বরে নতুন হালনাগাদে এ সময়সীমা নির্ধারণ করেছিল ব্লুস্কাই। খবর টেকক্রাঞ্চ।
প্রযুক্তিবিদরা বলছেন, নতুন বর্ধিত সময়সীমা ব্লুস্কাইকে থ্রেডস ও এক্সের মতো প্রতিদ্বন্দ্বী প্লাটফর্মের সঙ্গে আরো সামঞ্জস্যপূর্ণ করে তুলছে। ফ্রিতে প্লাটফর্ম ব্যবহারকারীদের ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও আপলোড করার সুযোগ দেয় এক্স। অন্যদিকে থ্রেডস ব্যবহারকারীরা ৫ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও আপলোড করার সুযোগ পায়।