ফুডভ্লগার নুসরাত ইসলাম কেন ‘জলটান বিডি’ নাম নিলেন, এর অর্থ কী

প্রথম আলো প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১২:০৫

কনটেন্ট ক্রিয়েশনে কোনো আগ্রহ ছিল না নুসরাত ইসলামের। খুব একটা গুরুত্বও দিতেন না। তাঁর ভাষায়, ‘সত্যি বলতে, এ ব্যাপারে তেমন কোনো ধারণাই ছিল না। অন্যরা কীভাবে কনটেন্ট বানায়, তা–ও কোনো দিন সরাসরি দেখিনি।’


তাহলে কীভাবে ফুডভ্লগিং শুরু করলেন? নুসরাত বললেন, ‘এর পেছনে পুরো অবদানই আমার স্বামীর। তিনিই সাহস জুগিয়েছেন। মূলত কিছুটা জোর করেই তিনি আমাকে রাজি করান। শুরুতে দ্বিধা থাকলেও ধীরে ধীরে তা কাটতে শুরু করে।’


করোনাকালে একদিন একটা ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করেন নুসরাত। পরদিনই দেখেন, প্রায় ১২ হাজার ভিউ! খুব স্বাভাবিকভাবেই পেয়ে যান দারুণ অনুপ্রেরণা। নুসরাত বললেন, ‘এতে আত্মবিশ্বাসী হই, মানুষ আমাকে পছন্দ করছে। ভাবলাম, এখন যেহেতু ঘরে বসে অলস সময় কাটছে, তাই নতুন নতুন কনটেন্ট বানানোই যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও