You have reached your daily news limit

Please log in to continue


ধর্ষণের থাবায় বিপন্ন বাংলাদেশ: কোথায় সমাধান?

বাংলাদেশ, তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সহনশীল জনগণের জন্য পরিচিত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়ে একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, এবং পরিসংখ্যানগুলি দেশে লিঙ্গভিত্তিক সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। ধর্ষণের ঘটনা বৃদ্ধি শুধু ব্যক্তিগত অপরাধমূলক আচরণের প্রতিফলন নয়, বরং এটি সমাজের গভীর কাঠামোগত সমস্যার একটি লক্ষণ।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুসারে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত পাঁচ বছরে বাংলাদেশে কমপক্ষে ১১ হাজার ৭৫৮ জন নারী ও মেয়ে শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩০৫ জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ধর্ষণের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ৪৭১ জনের বয়স ১৮ বছরের নিচে, যা মোট ধর্ষণ ঘটনার ৫৫ শতাংশেরও বেশি। এই পাঁচ বছরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ৮৯ জন নারী ও কন্যাশিশু। এছাড়া, যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে ২০৭ জনকে, যাদের মধ্যে ১১৮ জনই শিশু। আরও মর্মান্তিক হলো, অন্তত ৫০ জন নারী ও মেয়ে শিশু ভয়াবহ সহিংসতার ট্রমা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন