বাংলাদেশ কারো তালুকদারি নয়, কথাবার্তা হিসাব করে বলবেন: মির্জা আব্বাস

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১৯:১৬

কারো নাম উল্লেখ না করে কতিপয় রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে হিসাব করে কথা বলার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে যখন ভোটের সময়ে আসছে এখন বলেন, এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না। আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুকদারি ভেবেছিল যার কারণে যা-খুশি তাই হয়েছে। আপনারও কি তাই ভাবেন? এই বাংলাদেশ কারো তালুকদারি নয়। এই বাংলাদেশ জনগনের। কথাবার্তা বলার সময়ে হিসাব করে বলবেন।’


আজ বুধবার দুপুরে রাজধানীর শাহজানপুরে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে শাহজাহানপুরের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই কর্মশালার আয়োজন করে।


মির্জা আব্বাস বলেন, ‘কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, যারা শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন, ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেলো। দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতরে নাই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবে হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আমাদের তো আপত্তি নেই।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও