
এনসিপি ‘গোলমাল’ করে নির্বাচন ‘পেছাতে চাইছে’: ফারুক
নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা ধরনের ‘গোলমাল’ করে জাতীয় সংসদ নির্বাচনকে ‘পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের জয়নুল আবদিন ফারুক।
রাষ্ট্র সংস্কারের কাজে সময় ব্যয় হওয়ায় আওয়ামী লীগ যাতে ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশেরও দাবি রেখেছেন তিনি।
ফারুক বলেন, “যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে।”
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে ফারুক কথা বলছিলেন।
অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি রেখে তিনি বলেন, “তাই আমাদের দল বিএনপি এই সরকারের স্পষ্টভাবে বলে দিয়েছেন, সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে, এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত।”