
নিজস্ব এআই চিপ তৈরি করছে মেটা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১২:২৪
নিজস্ব চিপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম প্রশিক্ষণের জন্য চিপটি ডিজাইন করা হয়েছে। এটি মেটার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নিজস্ব কাস্টম সিলিকন ডিজাইন করার মাধ্যমে বিদ্যমান সাপ্লায়ার যেমন: এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে চাইছে কোম্পানিটি। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম কোম্পানিটি এখন একটি ছোট পরিসরে এই চিপের পরীক্ষা চালাচ্ছে। পরীক্ষা সফল হলে চিপটির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই ইন-হাউস চিপ ডিজাইন করার প্রচেষ্টা মেটার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এর মাধ্যমে বিশাল পরিমাণে অবকাঠামো খরচ কমানো যাবে। কারণ প্রতিষ্ঠানটি তার ব্যবসা বাড়ানোর জন্য এআই-ভিত্তিক পণ্য ও টুলসের ওপর গুরুত্ব দিচ্ছে।