
বাল্যবিয়ে: নারীর প্রতি সহিংসতা বাড়লে প্রতিরোধ কঠিন
গত বছর গ্রামের বাড়ি গিয়ে দেখলাম ১০ বছরের ময়না বাবার সাথে বেড়াতে এসেছে। ওর বাবা আমাদের গ্রামের ছেলে বেলাল। গল্পে গল্পে জানালো বড় মেয়ের বিয়ে দিয়েছে ১৪ বছর বয়সে। এই কথা শুনে বিরক্ত হয়ে বললাম, এতটুকু মেয়ের কেউ বিয়ে দেয়? এই মেয়ে সংসারের কী বুঝে? বেলাল স্পষ্ট বললো, এর চেয়ে বয়স বেশি হয়ে গেলে বিয়ে দিতে সমস্যা হয়। তাই গ্রামে এই বয়সেই বিয়ে দেয়। বেলাল বললো, মেয়েদের বেশি পড়াশোনা শিখে কী হবে? সেইতো সংসারই করতে হবে। তাই ভালো পাত্র পেলে সঙ্গে থাকা এই ছোট মেয়েটারও কিছুদিন পর বিয়ে দিয়ে দেবে।
বাংলাদেশের বহু মানুষের এই মনোভাব যে কী ফল বয়ে এনেছে এর প্রমাণ এই রিপোর্ট, “শিশুবিয়ের দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার উপরে। বিশ্বের যে-সব দেশে সবচেয়ে বেশি বাল্যবিয়ে বা শিশুবিয়ে হয়েছে, সেসব দেশের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।” খুব দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য।
- ট্যাগ:
- মতামত
- বাল্যবিয়ে
- নারীর প্রতি সহিংসতা