
মগ না, মবের মুল্লুক?
আমরা ছোটবেলায় মগের মুল্লুকের কথা অনেক শুনেছি, পরে পাঠ্যবইয়ে প্রবচন হিসেবেও এটা পড়েছি। এর অর্থ পরিষ্কার; জোর যার মুল্লুক তার। আরাকানি জলদস্যু মগরা সুজলা-সুফলা বাংলায় মাঝেমধ্যেই লুটপাটের জন্য অভিযান চালাত। বাংলার মোগল সুবেদারদের অধিকাংশই ছিল আফগান বংশোদ্ভূত; স্থলপথের যোদ্ধা।
পানিপথের যুদ্ধে মোগলরা জয়যুক্ত হয়ে দিল্লির মসনদ দখল করলেও জলপথের যুদ্ধে তারা ছিলেন অর্বাচীন, নৌযুদ্ধে মগদের সঙ্গে পেরে উঠতেন না। এই সুযোগে মগরা বাংলায় সুলতানি আমল পর্যন্ত মাঝেমধ্যেই লুটপাট ও অত্যাচার চালিয়েছে। বঙ্গবাসী কখনো এই অন্যায়-অত্যাচারের প্রতিকার পায়নি। তাই এখনো যখন কোনো বলবান দুর্বলের ওপর প্রতিকারবিহীন অত্যাচার চালায়, তখন সে অবস্থাটাকে মগের মুল্লুুক বলে আখ্যা দেওয়া হয়।