
রাজধানীর বনানীতে ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে তার সহকর্মীরা গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক ৭ ঘণ্টা অবরোধ করে রাখায় সোমবার তীব্র যানজটের ভোগান্তিতে পড়ে নগরবাসী। বলা যায়, স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। যানজটের এ নগরীতে কোনো একটি রাস্তা বন্ধ হলেই এর প্রভাব পড়ে আশপাশের অন্য সব সড়কে। এক্ষেত্রেও হয়েছিল তা-ই।
তেজগাঁও, মগবাজার, বাংলামোটর, গুলশান, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, ইসিবি চত্বর, মাটিকাটা, শ্যাওড়া, খিলক্ষেত, উত্তরা, বিমানবন্দর সড়কসহ রাজধানীর বেশির ভাগ গুরুত্বপূর্ণ সড়কে ছড়িয়ে পড়েছিল এর প্রভাব। এসব সড়কে দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হয়; কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল যানবাহন। ফলে এই রমজান মাসে যাত্রীদের, বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়তে হয়েছে যেসব রোগীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল, তাদের। প্রশ্ন হলো, সড়কে এমন অরাজকতা আর কতদিন চলবে? অবিলম্বে এ প্রবণতার অবসান প্রয়োজন।
- ট্যাগ:
- মতামত
- মহাসড়ক অবরোধ
- সড়ক অবরোধ