
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১০:৪৫
লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে এক কাপড় ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় ব্যবসায়ী সুমন হোসেনের ঘরে মঙ্গলবার ইফতারের আগে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কমলনগর উপজেলা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিয়াজুল আমিন জানান।
সুমন হাজিরহাট বাজারের কাপড়ের ব্যবসায়ী। আগুনে টাকা, মালামাল ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তিনি।