ভারতে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়লো শত শত বিদেশি

জাগো নিউজ ২৪ কর্ণাটক প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ২০:৫০

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে এক নারকীয় ঘটনার পর শত শত বিদেশি পর্যটক এলাকা ছেড়ে চলে গেছেন। গত বৃহস্পতিবার রাতে তিন দুস্কৃতের হাতে এক ইসরায়েলি নারী পর্যটক ও এক ভারতীয় হোমস্টে মালিক দলবদ্ধ ধর্ষণের শিকার হন এবং নিহত হন এক ব্যক্তি।


পুলিশ জানায়, ওই তিনজন আরও দুই পুরুষ পর্যটকের সঙ্গে সানাপুর গ্রামে তারামণ্ডল পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তিন হামলাকারীর সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এরপর হামলাকারীরা তিন পুরুষকে নদীর খালে ঠেলে ফেলে দিয়ে দুই নারীকে ধর্ষণ করে। ওই তিনজনের মধ্যে দুইজন সাঁতরে পালাতে পারলেও উড়িষ্যার এক ব্যক্তি ডুবে যান।


এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


হাম্পি একসময় হিন্দু বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পেয়েছে সেটি। এই অঞ্চলে প্রতিবছর এক লাখের বেশি বিদেশি পর্যটক যান, বিশেষ করে ইসরায়েল ও ইউরোপের পর্যটকরা সেখানে ভিড় করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও