You have reached your daily news limit

Please log in to continue


৪০ বছরেও রোনালদো কেন জাতীয় দলে, ব্যাখ্যা দিলেন কোচ

উয়েফা নেশনস লিগে ২১ মার্চ ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। কোচ রবার্তো মার্তিনেজ এখনো পর্তুগালের স্কোয়াড ঘোষণা করেননি। অনিবার্য কোনো কারণ না থাকলে স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম থাকাটা নিশ্চিতই। পর্তুগিজ কিংবদন্তি ৪০ বছরে পা রাখলেও জাতীয় দলের হয়ে এখনো তাঁকে নিয়মিতই মাঠে দেখা যায়। কেন? ‘কোচেস ভয়েস’–এ প্রশ্নের উত্তর দিয়েছেন পর্তুগালের কোচ মার্তিনেজ।

পাঁচবার ব্যালন ডি’অরজয়ী রোনালদোর বয়স হলেও তাঁকে এখনো কেন জাতীয় দলে ডাকা হয়—এ প্রশ্নের উত্তর কোচেস ভয়েসে নিজের লেখা কলামে দিয়েছেন মার্তিনেজ, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়কে নিয়ে যখন কথা বলি, তখন তাকে তিনটি দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করি। তার প্রতিভা তর্কাতীত; ফুটবল ইতিহাসে অন্যতম সেরা। তার অভিজ্ঞতাও অনন্য; একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ইউরোয় খেলেছে এবং আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দুই শতাধিক। কিন্তু যে বিষয় সবচেয়ে বেশি নজর কাড়ে, সেটা হচ্ছে তার নিবেদন।’

জাতীয় দলের প্রতি রোনালদোর নিবেদনের ব্যাখ্যায় মার্তিনেজ বলেছেন, ‘পর্তুগালের প্রতিনিধিত্ব করার প্রতি তার যে প্যাশন, সেটা সংক্রামক। এটা গোটা দলকেই অনুপ্রাণিত করে। নামের কারণে তাকে দলে রাখা হয় না, পারফরম্যান্সের কারণেই তাকে দলে রাখা হয়। গত দুই বছরে আমাদের খেলা ২১ ম্যাচে ১৭ গোল করে সে–ই সর্বোচ্চ গোলদাতা।’

নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল দুই লেগের ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ ডেনমার্ক। ২১ মার্চ প্রথম লেগে মুখোমুখি হওয়ার পর ২৪ মার্চ ফিরতি লেগ। এরপর সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে পর্তুগাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন