বীমা খাতে অসম প্রতিযোগিতা হচ্ছে: বিআইএ সভাপতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৭:০৮

সাধারণ ও জীবন বীমা উভয় খাতেই বীমা সংগ্রহে এক ধরনের অসম প্রতিযোগিতা হচ্ছে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বিআইএ সভাপতি সাঈদ আহমদ।


এই প্রতিযোগিতা বন্ধে নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।


মঙ্গলবার রাজধানীর পল্টনে পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম, সিএমজেএফ কার্যালয়ে ‘সিএমজেএফ টক’ এ বক্তব্য দিচ্ছিলেন তিনি।


১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিআইএতে কখনো নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয়নি। গত ফেব্রুয়ারি প্রথমবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।


সেই নির্বাচনে বিআইএ সভাপতি হওয়া গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমদ বলেন, “বীমা খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। নিজে দুর্নীতি করব না, অন্যকে দুর্নীতি করতে দেব না।”


সাধারণ ও জীবন বীমা মিলিয়ে দেশে বীমা গ্রাহকের মোট সংখ্যা এক কোটি ৮৯ লাখ মাত্র। জিডিপিতে এই খাতের অবদান শূন্য দশমিক ৫ শতাংশ।


বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় কোম্পানিগুলো গ্রাহকের টাকা দিতে পারছে না মন্তব্য করে সাঈদ আহমদ বলেন, “দাবি পূরণ না হলে জনমনে হতাশা তৈরি হয়।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও