আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেলো দু’দিন আগে। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত জয় পেয়েছিলো ৪ উইকেটে।
একদিন পরই টুর্নামেন্টের সেরা দল বাছাই করলো আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থার বাছাই করা সেরা একাদশে একজন-দু’জন নয়, মোট পাঁচ জন ভারতীয় ক্রিকেটারকে রাখা হয়েছে। আবার অতিরিক্ত হিসাবে যাকে রাখা হয়েছে তিনিও ভারতীয়।